অনুবাদ বইয়ের কল্যাণে পাঠক সহজেই বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন প্রান্তের কালজয়ী সাহিত্যিকদের আলোড়ন সৃষ্টিকারী রচনা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। বিশ্বসাহিত্য, সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে ব্যাপক ভূমিকা রাখছে অনুবাদের বইগুলো। অমর একুশে বইমেলায়ও অনুবাদের বইগুলো পাঠক সমাদর অর্জন করেছে। পাঠক চাহিদার নিরিখে এবারের মেলায়ও জায়গা দখল করে নিয়েছেন হোমার, সফোক্লিস, উইলিয়াম শেক্সপিয়র, চালর্স ডারউইন, লিও তলস্তয়, ফিওদর দস্তইয়েফস্কি, শেলি, কিট্স, বায়রন, সিগমুন্ড ফ্রয়েড, মার্ক টোয়েন, সমারসেট মম, ম্যাক্সিম গোর্কি, মায়াকোভাস্কি, পাবলো নেরুদা, সিমন দ্য বেভোয়ার, ইমরুল কায়েস, কাহলিল জিবরান, নাজিম হিকমত, ফ্রানৎস কাফকা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, হারুকি মুরাকামি, মারিও ভার্গাস ইয়োসা, খুশবন্ত সিং, স্টিফেন হকিং, আদানিয়া শিবলি, অরুন্ধুতি রায়, ঝুম্পা লাহিড়ি, হান কাংসহ ভিনদেশি ভাষার বিভিন্ন লেখক। মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রকাশিত ও প্রকাশের অপেক্ষায় থাকা সবমিলিয়ে এবারের মেলার অনুবাদের বইয়ের সংখ্যা প্রায় ২ শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- অক্ষর প্রকাশনী থেকে প্রকাশিত মানবর্দ্ধন পাল অনূদিত হোমারের ‘ইলিয়াড’ ও একই প্রকাশনী থেকে প্রকাশিত একই অনুবাদক অনূদিত ল. লেওন্তিয়েভের ‘অর্থশাস্ত্র সংক্ষিপ্ত পাঠধারা’, আন্দালিব রুশদী অনূদিত ড্যানিয়েল ডিফোর ‘রবিনসন ক্রুশো’, এনায়েত রসুল অনূদিত ইউলিয়ান সেমিওনভের ‘সেভেন্টিন মোমেন্টস অব ¯িপ্রং’, সৌমেন সাহা অনূদিত ভলতেয়ারের ‘ব্যাবিলনের রাজকুমারী’, ঐতিহ্য এনেছে অরিত্র আহমেদ অনূদিত টির?্যানিসিডার ‘হিয়েরো দ্য টাইরেন্ট’, আনোয়ার হোসেন মঞ্জু অনূদিত উইলিয়াম ড্যালরিম্পেলের ‘হোয়াইট মোগলস’, শোভা প্রকাশ এনেছে ফয়জুল হক অনূদিত জর্জ বার্নার্ডশের ‘দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্ল্যাক গার্ল ইন হার সার্চ ফর গড’, রেজাউল করিম অনূদিত ঈশ্বরী প্রাসাদের ‘এ শর্ট হিস্ট্রি অব মুসলিম রুল ইন ইন্ডিয়া’, সাখাওয়াত মজুমদার অনূদিত ইরভিম আব্রামসের ‘ওয়ার্ডস অব পিস’, কথা প্রকাশ প্রকাশিত মোরশেদুর রহমান অনূদিত আদানিয়া শিবলির ‘নগণ্য খুঁটিনাটি’ ইত্যাদি।
ইমদাদুল হক মিলনের নতুন বই
জমে উঠেছে অমর একুশে বইমেলা। এ বছর বইমেলায় এসেছে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুটি বই। অনন্যা প্রকাশ করেছে লেখকের ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ ও অন্যপ্রকাশ এনেছে ‘পরাধীনতা’।
এরই মধ্যে ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ বইটি পাঠকদের মধ্যে আলোড়ন তুলেছে। বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে বলে জানান এর প্রকাশক। বইটির গল্প বেশ চমকপ্রদ। পর পর তিন রাত একই স্বপ্ন দেখল অর্ণব। বিশাল এক জঙ্গলবাড়ি। সেখানে ধসেপড়া দালান। বড় একটি দিঘি আর রহস্যময় দুজন মানুষ। আশ্চর্যজনকভাবে এ বাড়িতেই একসময় থাকতে হয় তাকে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ৩০০ টাকা। এদিকে অন্যপ্রকাশের জনসংযোগের উর্মি শর্মা অনন্যা জানান, ইমদাদুল হক মিলনের ‘পরাধীনতা’ বইটির বিক্রিও বেশ ভালো। প্রতিদিনই বহু পাঠক বইটির জন্য ভিড় করছেন। ইমদাদুল হক মিলন এ দেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প ‘বন্ধু’। প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল বাংলা একাডেমির ‘উত্তরাধিকার’ সাহিত্য পত্রিকায় ১৯৭৬ সালে। বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে ব্যাপক ভূমিকা এই গুণী লেখকের। তাঁর তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে গণ্য।
নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, গতকাল অমর একুশে বইমেলার ১২তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৮৯টি। এর মধ্যে গল্পের বই ১৫টি, উপন্যাস ২২, কবিতা ২৭, গবেষণা ৩, ছড়া ১, জীবনী ২, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ১, অনুবাদ ১ ও অন্যান্য ১৬টি। গত ১২ দিনে মোট নতুন বই প্রকাশিত হয়েছে ৯১৭টি। এর মধ্যে গল্পের বই ১২০টি, উপন্যাস ১৭৬, প্রবন্ধ ৩৫, কবিতা ২৮০, গবেষণা ১৯, ছড়া ১২, শিশুতোষ ১৭, জীবনী ২৮, রচনাবলি ৬, মুক্তিযুদ্ধ ৮, নাটক ১০, বিজ্ঞান ১৯, ভ্রমণ ১০, ইতিহাস ২৪, রাজনীতি ১২, চিকিৎসা ২, ভাষা ৫, গণ অভ্যুত্থান ৮, ধর্মীয় ১৫, অনুবাদ ৭, অভিধান ২, সায়েন্সফিকশন ৬ ও অন্যান্য ৯৬টি।
মূল মঞ্চ : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান : বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণ অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী। সভাপতিত্ব করেন ফরহাদ মজহার। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা। সংগীত পরিবেশন করেন বর্ণালী সরকার, রাজিয়া সুলতানা, মুন্নি কাদের, নুসরাত জাহান, ঐশর্য সমদ্দার, ড. আফরোজা বেগম ইয়াসমিন, মনীষ সরকার এবং শ্রাবন্তী ধর।