চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্যাসিফিক জিন্সের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস বন্ধ ঘোষণা কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। গতকাল সকাল থেকে শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় এক পক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার খাদ্যভাতা, চিকিৎসাভাতাসহ বিভিন্ন বাড়তি সুবিধার দাবিতে বিক্ষোভ করেন প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা। একপর্যায়ে সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করতে গেলে শ্রমিকরা তাঁদের ওপর চড়াও হন। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ।
এদিকে এ ঘটনা কেন্দ্র করে গতকাল সকালে সিইপিজেডের ভিতরে কারখানার সামনে অন্তত ৪০০ শ্রমিক দুই ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নেন। পরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে শ্রমিকদের সরিয়ে দেয়।
জানা গেছে, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ কারখানা বন্ধ করায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন। অন্য পক্ষটি বলছে, গত মাসে তাদের বেশ কিছু দাবিদাওয়া কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। তাই মালিকপক্ষকে বিরক্ত করায় তারা অন্য পক্ষটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
চট্টগ্রাম শিল্পপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান জানিয়েছেন, মালিক, শ্রমিক, সিইপিজেড কর্তৃপক্ষসহ সব পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরকে মেসেজ পাঠানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সাড়া দেননি।