হেফাজতে ইসলাম বাংলাদেশে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দ্বীন রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে হেফাজতে ইসলাম। বুধবার রাতে উপজেলার বাবুনগর মাদরাসা মিলনায়তনে ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে মাওলানা আইয়ুব বাবুনগরীকে আমির, মাওলানা ছলিম উল্লাহ ও মাওলানা জুনাইদ বিন জালালকে সিনিয়র নায়েবে আমির এবং মাওলানা ইয়াহিয়াকে সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং মাওলানা ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাজিরহাট ফারুকীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ছলিমউল্লাহ, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহসাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ বিন জালাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা শামশুল আলম প্রমুখ।