রংপুরের গঙ্গাচড়ায় যৌথ অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত দুটি পিস্তলসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আরাজিনিয়ামত মৌলবীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান । তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ গোপন সংবাদে উপজেলার আরাজিনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রামদা, একটি ছুরি ও একটি কালো রঙের ট্র্যাভেল ব্যাগের ভিতর থেকে দুটি পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।