বরিশালের সদর উপজেলার চারকাউয়া এলাকার খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধারের রহস্য উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া হত্যাকারীকে গ্রেপ্তার ও গৃহবধূর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল ডিবি পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, সুদের জন্য দেওয়া পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নারীকে হত্যা করেছে ফিরোজ। পরে লাশ গুম করতে খালে ফেলে দেয়। সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গৃহবধুর ব্যবহৃত একটি মোবাইল ফোন, স্বর্ণের চেন দুটি, আঙটি দুটি, এক জোড়া কানের দুল এবং হাতের বালা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যার কথা স্বীকার করেছে ফিরোজ।