চট্টগ্রামের সাতকানিয়া ও ফটিকছড়ি উপজেলায় রবিবার রাতে পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ফটিকছড়িতে ডাকাতদের হামলায় এক যুবক আহত হয়েছেন। ডাকাতরা এসব বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকাসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে গেছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল গ্রামে ফয়েজ আহমদ সওদাগর বাড়িতে ১৫-১৮ জনের ডাকাত দল লুটপাট চালায়। এ সময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা মহিউদ্দিনকে (৩২) কুপিয়ে জখম করে তারা। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ইতোমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’