ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ৮৯ পয়সা বেড়ে ৬৭ দশমিক ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ গতকাল নতুন এই দাম নির্ধারণ করেন। গতকাল সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ রাজধানীর কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির এই ঘোষণা দেন। এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আবদুর রাজ্জাক প্রমুখ। মূলত আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ায় এলপি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে। এর আগে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপি গ্যাসের দাম। পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় দাম বাড়িয়ে এলপিজি সিলিন্ডারের দাম ১৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।