বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মিডনাইট আর ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্র টুঁটি চেপে হত্যা করেছেন। এজন্য ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার না করে তাদের পুনর্বাসনের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গতকাল বিকালে জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা শাখা আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শিরোনামের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত সভায় তিনি আরও বলেন, আমাদের ক্রিয়াশীল রাজনীতিবিদদের মধ্যে খুনি হাসিনার বিচার নিয়ে কোনো কথা নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা যায়, সেটি নিয়ে তাদের আলাপ-আলোচনা নেই। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যাবসাবাণিজ্য দখল করতে চায়। আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়।
হাসনাত বলেন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন। তরুণদের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের ভয়হীন মনোবল, এই দুইয়ের মিথষ্ক্রিয়ায় ’২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
সভায় বক্তৃতাকালে হাসনাত বলেন, একপক্ষের মতামত, আন্দোলন হয়েছে, সফলতা এসেছে তোমরা এবার ঘরে ফিরে যাও। ক্ষমতা এবার আমরা একাই নেব। আমরা বলি, ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী ছিল তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম ও চুয়াডাঙ্গার জেলা আহ্বায়ক আসলাম অর্ক।