ক্ষমতার অপব্যবহার করে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী মৌজায় ৪ একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ দখল করেন।
বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই সরকারি জমিতে খাস্রাং রিসোর্ট নির্মাণ করেন। যে জমির মূল্য মৌজা দর অনুযায়ী ১ কোটি ২ লাখ ৬ হাজার টাকা। কিন্তু বাস্তবে বাজারমূল্য আরও অনেক গুণ বেশি। সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করে তিনি দন্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।