জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। আধপেট খাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় দেশে বেকারের সংখ্যা বাড়ছে। গতকাল পার্টির বনানী কার্যালয়ে নরসিংদী জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে।’ জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার ১১১ সদস্যবিশিষ্ট অনুমোদিত কমিটির সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য দেন মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সদস্য মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।