দেশের যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঝুঁকছে, তাতে ১০ থেকে ১৫ বছরেই দেশ মাদকের কারণে ধ্বংস হয়ে যাবে। একমাত্র দেশের আলেম সমাজই পারে প্রচারের মাধ্যমে মাদক নির্মূল করতে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এ কথা বলেন। মাদানি মজলিস বাংলাদেশ আয়োজিত দেশ ও জাতির কল্যাণে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
অনুষ্ঠানে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শিরোনামে গবেষণা-প্রবন্ধ উপস্থাপন এবং ‘মদ ও মাদকতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘দেশে মদ নিয়ন্ত্রণ নিয়ে আমি তেমন একটা ভাবি না। তবে ইয়াবা নিয়ে বেশ চিন্তিত। কারণ মাদকের মধ্যে অন?্যতম নেশা ইয়াবা বর্তমানে কারও নিয়ন্ত্রণে নেই। শহর-গ্রাম, অলিগলি সবখানেই ইয়াবা মেলে। তাই ইয়াবা ও মাদক গ্রহণ নিয়ন্ত্রণে আলেমদের পাশাপাশি অবশ?্যই পরিবারের অভিভাবকদেরও বিশেষ সময় দিতে হবে।’
সেমিনারে আন্তর্জাতিক আলোচক হিসেবে আওলাদে রসুল (সা.) সায়্যিদ আফফান মানসুরপুরী বক্তব্য দেন। প্রধান আলোচক মাদানি মজলিস বাংলাদেশের সভাপতি মুফতি হাফীজুদ্দীন মাঠ পর্যায়ে মাদকের বিস্তার রোধে নয় দফা দাবি তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল গাফফার, মাওলানা আবদুর রাজ্জাক নদভি, কমান্ডার মাহবুবর রহমান (অব. নেভি), ক্যাপ্টেন (অব.) এস এম হেলাল, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান খান ও গোলাম দস্তগীর বাবু, আফতাবনগর ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী প্রমুখ।