চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট করানো হবে। অডিটের মাধ্যমে আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভায় তিনি এ কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিসের সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
চসিক মেয়র বলেন, ট্রাস্টি বোর্ডের গৃহীত সিদ্ধান্তমতে, প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্থিক লেনদেন এবং বর্তমান আর্থিক পরিস্থিতির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি সিএ ফার্ম এর অডিট করবে। এর মাধ্যমে জমা টাকা এবং খরচের খাতগুলোর সঠিক হিসাব নিশ্চিত করা হবে। তা ছাড়া নতুন ভিসি, প্রোভিসি এবং ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির বর্তমান রেজিস্ট্রার সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন।