ভ্যাট বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম চার টাকা বাড়িয়ে ১৪৫৯ টাকা করা হয়েছে। এর আগে ২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে ভ্যাট সমন্বয় করে নতুন এলপি গ্যাসের দর ঘোষণা করেছে বিইআরসি। যা গতকাল সন্ধ্যা থেকেই কার্যকর হয়।
আদেশে কেজিপ্রতি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১২১ দশমিক ৫৬ টাকা। যা ভ্যাট বৃদ্ধির আগে ছিল ১২১ দশমিক ১৯ টাকা। একই সঙ্গে অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।