রাজধানীর সীমান্ত স্কয়ারের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ থেকে ১৬৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। তারা হলেন- মো. রুবেল, সফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া সর্বমোট ৫০ ভরি ৮ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযানে কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শুধু একটি সিসিটিভির ভিডিও সংগ্রহ করে। ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। চক্রের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি দোকানে ঢুকে ‘আনলক ডিসপ্লে’ থেকে স্বর্ণালংকার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভরে দ্রুত বের হয়ে আসে। এ সময় আরও কয়েকজনকে দোকানের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। অভিনব পন্থায় চুরির ওই ঘটনায় ৮-৯ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।