রাজধানীতে ১১ মামলার আসামি ইসলাম সাইদুলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সে পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা। শুক্রবার রাত পৌনে ৯টায় তেজগাঁওয়ের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গতকাল জানান, সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি দুটি মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি।
অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার : রাজধানীর দারুস সালাম থেকে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিদ্দিকুর রহমান (৩৫) ও মনির হোসেন (৪০)। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে শুক্রবার দারুস সালাম টাওয়ারের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু জব্দ করা হয়।
পুলিশ বলছে, ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে দারুস সালাম থানার একটি টিম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকে। দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে নারী পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে যানজটের মধ্যে সিএনজির রেক্সিন কভার চাকু, ছুরি দিয়ে কেটে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিয়ে যায়।