চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলোচিত মাহবুব হত্যা মামলার আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহাম্মদ চৌধুরীবাড়ির গোলাম আকবর চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে আজিজুল ইসলাম চট্টগ্রাম জেলা এবং নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। ১ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, আজিজুলের বিরুদ্ধে মারামারিসহ হত্যা মামলায় পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।