রংপুরে অসচ্ছল-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর জামায়াতে ইসলামী। গতকাল সকালে নগরীর আক্কেলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৫ ও ৩১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জামায়াতে ইসলামী তাজহাট থানার আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ অন্যরা। এ সময় মাহবুবুর রহমান বেলাল বলেন, এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বে সব মানুষের বাড়ি-বাড়ি সহায়তা পৌঁছে দেবে। চলতি শীতে তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।