প্রশাসনের পরিচয়ে সশস্ত্র অবস্থায় ভয়-ভীতি দেখিয়ে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার বিজন কুমারের ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত বুধবার (২৬ মার্চ) বিকালে রাজধানীর বনানী থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১ টা ৫০ মিনিটে নগরীর বনানী এলাকায় অফিস শেষে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন সাংবাদিক বিজন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টা ২৫ মিনিটে ভুক্তভোগী ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয় থেকে মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দেন। নেভি হেডকোয়াটার্স এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি একটি মোটরসাইকেল যোগে এসে গতিরোধ করেন। এসময় তিনি প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিজন কুমারের গাড়ির নম্বর প্লেট নেই কেন এমন প্রশ্ন করেন এবং গাড়ির চাবি খুলে নেন।
ভুক্তভোগী, অজ্ঞাত ব্যক্তিকে গাড়ির ডিজিটাল নম্বর প্লেট না আসায় লাগানো হয়নি বলে জানান। পরে প্রশাসনের তিনি সাংবাদিক কি না এই পরিচয় শনাক্ত করতে মোবাইল ফোন বের করতে বলেন এবং মোবাইলের সর্বশেষ কল কার জানতে চেয়ে নিজের হাতে মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন। এরপর তিনি ভুক্তভোগীর গাড়ি রাস্তার পাশে রাখতে বলে, অফিস থেকে দেওয়া স্যামসং গ্যালাক্সি s24 ultra মোবাইল ফোন নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে বিজন কুমার বলেন, আমি তার কাছে পিস্তল সাদৃশ্য একটি বস্তু দেখেছি। পোশাক ছিল কালো রঙের জ্যাকট ও হেলমেট। ওই ব্যক্তির মুখে মাস্ক পরিহিত ছিল এবং পকেটে একটি ওয়াকিটকিও ছিল।