নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ যুবলীগের সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২), নারায়ণগঞ্জ যুবলীগের সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫), দ্বীন ইসলাম (৩০), আওয়ামী লীগের সদস্য হিরণ (৫০), আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), আসিফ দেওয়ান (২১), সৈকত মিয়া, ছাত্রলীগের কর্মী শাকিল (২৮) ও আব্দুল বারেক (৩২) প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য অভিযানে আরও ২৬ জন গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা