প্রসপারিটি প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন। এ অর্থনৈতিক উন্নয়নের নিমিত্তে প্রয়োজনীয় সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত কাঠামো জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার রংপুরের গংগাচড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ সম্মেলন কক্ষে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বিকাশ কেন্দ্র’র বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান।
প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মো. জিয়াউর রহমান, ওরিয়েন্টেশনে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় স্ব স্ব দপ্তরের সরকারি বিদ্যমান সেবাসমূহ নিয়ে সেশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস এবং সহকারী কৃষি অফিসার কৃষিবিদ মোছা. মারুফা, ক্ষেত্র সহকারী মো. সেলিম হাসান, কাজী মাহাবুব হাসান, মো. কায়ছার আহমেদ প্রমুখ।
ওরিয়েন্টেশন বাস্তবায়নের মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ এবং এ সকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে অবহিত হওয়া। লিংকেজ তৈরির মাধ্যমে বিভিন্ন কারিগরি সেবা, প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠ দিবস, উপকরণ সহায়তা প্রাপ্তি, ভাতা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা ও সুযোগে অতি দরিদ্র মানুষ ও ইন্টারসেকশনাল গ্রুপের সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা এবং সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সহজতর করা। প্রসপারিটি প্রকল্প জীবন মানোন্নয়নে কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ দপ্তরের মাঝে সমন্বয়ের মাধ্যমে কার্যকরভাবে কার্যক্রম বাস্তবায়ন করা। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই