জুলাই গণহত্যাকারীদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কাচারী বাজারে জেলা কমিটির সদস্য সচিব আশিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, জেলা কমিটির সাবেক আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহসহ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন ও উপজেলা থেকে আগত নেতৃবৃৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উসকানি দিয়ে চলেছে। গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও কথিত গণসংযোগ করছে। এমনকি গত ২ ফেব্রুয়ারি জয় বাংলা শ্লোগান দিয়ে তারা পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে।
বক্তারা আরও বলেন, সরকারি প্রথম ধাপের তালিকায় জুলাই গণঅভ্যুত্থানে ৮২৬ জন শহীদ ও ১১ হাজার ৩০৬ জন গুরুতর আহত হওয়ার তথ্য উঠে এসেছে। এ সময় জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ, যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
বিডি প্রতিদিন/এমআই