রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করা ইবতেশাম রহমান আলফিকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা এবং নিজেকে একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে একটি মসজিদে গত বুধবার দুপুর আড়াইটার দিকে এমন ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি পুলিশকে জানিয়েছেন, বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরিতে নেমেছিলেন তিনি।
ইবতেশাম রহমান আলফির স্বীকারোক্তির বরাতে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান। তার কাছে পাওয়া পিস্তলটি আসল নয় বলেও জানিয়েছে পুলিশ।
আলফির দাবি, বান্ধবীর জন্মদিনে ভালো কোনো উপহার দিতে চেয়েছিলেন তিনি। নিজের হাতে টাকা নেই, মা–বাবার কাছেও টাকা চেয়ে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে জুতা চুরি করতে শুরু করেন। ইচ্ছা ছিল, এসব জুতা বিক্রির টাকা দিয়ে কিনবেন উপহার। তবে তার আগেই বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে জুতা চুরির পর তিনি ধরা পড়েন। তখন সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে সবাইকে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি।
বিষয়টি নিয়ে ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, ‘আটক তরুণ নিজেকে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। তার কাছে পাওয়া পিস্তলটি দেখতে আসলের মতো। সেটি নিয়েই তিনি জুতা চুরি করেন। ধরা পড়লে গুলি করার ভয় দেখান। তবে বাস্তবে ওই পিস্তলে গুলি ভরার কোনো সুযোগ নেই।’
বিডি প্রতিদিন/জুনাইদ