'স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা' প্রতিপাদ্য সামনে রেখে ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জাতীয় কবিতা উৎসব ২০২৫'।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের 'জহুর হোসেন মিলনায়তন'-এ আয়োজিত সংবাদ সম্মেলনে দু'দিনব্যাপী এই উৎসবের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।
তিনি জানান, ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় উৎসব চত্বর থেকে উৎসব- র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, কবি কাজী নজরুল ইসলাম, পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির চত্বরে শুরু হতে যাওয়া এ উৎসবের উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অগ্রপথিক শহীদ আবু সাঈদের শ্রদ্ধেয় মা মনোয়ারা বেগম। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।
অনুষ্ঠানে দু’দিনেই নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য, সেমিনার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে এ উৎসব। উৎসবের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করবেন দেশের খ্যাতিমান বয়োজ্যেষ্ঠ লেখক কবি সাংবাদিক বুদ্ধিজীবীগণ।
কবি মোহন রায়হান বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্টদের দখলে থাকা জাতীয় কবিতা পরিষদকে মুক্ত করে আমরা এবার মুক্ত-স্বাধীন অবাধ নিরপেক্ষ ও জনগণের জাতীয় কবিতা উৎসবের আয়োজন করেছি। আমাদের এবারের উৎসবের স্লোগানও তাই ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’।
১৯৫২'র ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই সংগ্রামে দেশ ও জনগণের পাশে থেকে সত্য-সুন্দরের সাহসী উচ্চারণ ও ভূমিকা পালনই হবে জাতীয় কবিতা পরিষদের কবিদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য একটি নতুন কাব্য আন্দোলন করে তুলতে জাতীয় কবিতা পরিষদ নিরলস কাজ করে যাবে।’
উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। কবিরা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে ছিল আগামীতেও থাকবে।’
যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা বলেন, কবিতা পরিষদ একটি ভালোবাসার পৃথিবী রচনা করতে চায় এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো।'
অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক কবি শ্যামল জাকারিয়া, অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক কবি নুরুন্নবী সোহেল, শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক কবি কামরুজ্জামান, যোগাযোগ উপ-পরিষদের আহ্বায়ক কবি রফিক হাসান, প্রচার উপ-পরিষদের আহ্বায়ক কবি আসাদ কাজল, সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক কবি এবিএম সোহেল রশিদ, দপ্তর উপ-পরিষদের আহ্বায়ক কবি রোকন জহুর প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত