নারায়ণগঞ্জে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে তালবাহানা ও ন্যায্যমূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, 'জানুয়ারি মাসে আমরা নতুন টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। নতুন কার্ড হাতে পেতে আমাদের অনেক সময় লাগবে। যার কারণে এই নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে। এতে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে। তাই যে পর্যন্ত নতুন কার্ড আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে সুবিধা দিতে হবে।'
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, সরকার থেকে টিসিবির স্মার্ট কার্ড করা হয়েছে। এখন থেকে এই কার্ড দিয়েই পণ্য নিতে হবে। পুরোনো কার্ড দিয়ে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন।'
বিডি প্রতিদিন/মুসা