গত তিন দিনে বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকা থেকে অজ্ঞাত মানুষের শরীরের সাতটি অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি উদ্ধারকৃত শরীরের অংশ নারী না পুরুষের।
তবে মঙ্গলবার আঙ্গুলসহ একটি হাত উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে আশাবাদী বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।
তিনি বলেন, গত তিনদিনে মানুষের শরীরের বিভিন্ন অংশের সাত টুকরা উদ্ধার করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার সকালে হাতেম মীরার দীঘিতে পলিথিনের মধ্যে থাকা ভাসমান অবস্থায় একটি হাত উদ্ধার করা হয়। হাত থেকে ধারণা করা হচ্ছে উদ্ধার করা শরীরের অংশগুলো কোনো নারীর।
তবে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি জানিয়ে ওসি জাকির বলেন, পুরো এলাকা পুলিশি নজরদারিদের রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের কোনো বাসাবাড়িতে নির্মম ও নৃশংশ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। উদ্ধার করা শরীরের অংশগুলো কোনো ফ্রিজে রাখা ছিল। খুব দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।
গত সোমবার ইছকাঠি এলাকার হাতেম মীরার দীঘি থেকে প্রথমে একটি পায়ের অংশ উদ্ধার করা হয়। পরে পাশে আলতাফ মিয়ার পুকুর থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি কলিজাসহ আরও চারটি অংশ উদ্ধার করা হয়। মঙ্গলবার ইছাকাঠি এলাকার একটি ডাস্টবিন থেকে আরও একটি অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, মঙ্গলবার যে ডাস্টবিন থেকে শরীরের একটি অংশ উদ্ধার করা হয়েছে, আগের রাতে সেই ডাস্টবিন পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করেছে। এরপরেও সেই ডাস্টবিন থেকে শরীরের অংশ উদ্ধার হয়েছে। মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই