সারাদেশের সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগীয় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
শনিবার সকালে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কারমাইকেল কলেজের কর্মচারী আজহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফুজার রহমান নন্দন কুমার রায়, মো. আনোয়ার হোসেন, মাহবুবুল আলম ও চন্দন কুমার প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে দাবি নিয়ে আমরা বিগত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছি। আমাদের দাবি মেনে নেওয়ার জন্য এক প্রকার তাদের কাছে ভিক্ষা করেছি। কিন্তু তারা শুধুই আশ্বাস দিয়ে গেছে, কোনো সুরাহ করে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরও বিভিন্ন দপ্তর গিয়েছি, তারাও শুধু আশ্বস্ত করছেন। কিন্তু বাস্তবায়ন কিছুই হচ্ছে না।
বক্তারা আরও বলেন, আমরা অনেক কষ্টে আছি। ৪-৫ হাজার টাকা বেতন দিয়ে বর্তমান বাজারে সংসার চলে না। টাকার অভাবে অনেক সময় না খেয়েও থাকতে হচ্ছে আমাদের। পেটে ক্ষুধা আর চোখে পানি নিয়ে প্রতিদিন কাজ করছি। এভাবে তো চলতে পারে না। জীবনের অনেক সময় তো চলে গেল এই আন্দোলন নিয়ে। এখন আর পিছপা হবো না। দরকার হলে দাবি মানাতে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেব। রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত সরকারি স্কেলে বেতন-ভাতা প্রদানসহ সরকারি নিয়োগের ক্ষেত্রে কর্মরতদের অগ্রাধিকারের দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই