গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বৃহস্পতিবার দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এক্সপো অ্যান্ড জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সম্পর্ক, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কোলাবোরেশনের জন্য এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এক্সপো অ্যান্ড জব ফেয়ার-২০২৫ আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক ড. হাসান মোহামাদ মোস্তফা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।
এছাড়া দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ ডুয়েট অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের ৫৪টির অধিক শিল্প প্রতিষ্ঠান দিনব্যাপী এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন