রাজধানীর কুড়িলে বিশ্বরোডে ফ্লাইওভারে বাসের ধাক্কায় ভ্যানচালক আতিকুল ইসলাম মন্ডল (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার উপরে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আতিকুল ইসলাম ময়মনসিংহ দুবাওরা উপজেলার টাংঘাটি মোড়ল বাড়ি গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে। কুড়িল ঘাটপার এলাকায় পরিবার নিয়ে থাকতেন, তিন ছেলের জনক ছিলেন তিনি।
মৃতের ভাতিজির স্বামী মামুন মিয়া বলেন, তার চাচা আতিকুল পেশায় ভাড়ায় ভ্যানচালক। বিকালে কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে খালি ভ্যান চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রাস্তায় উপর থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে পথচারী ইব্রাহীম তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত