ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান মালিকদের সংগঠনের আহবানে ফার্মেসি ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া এ ধর্মঘট রাত সাড়ে সাতটায় স্থগিত করা হয় বলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম জানিয়েছেন। ওষুধের দোকান খুলে দেয়ার পর সড়ক থেকে সরে এসেছে অবরোধকারী রোগীর স্বজনরা।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম জানান, ধর্মঘট শুরু করার পর বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার কার্যালয়ে তাদের ডেকে নেয়। সেখানে পুলিশ কমিশনার জানিয়েছে, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নামধারী বাকি দুইজনকেও রাতের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছে। পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে সাতটার দিকে ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাতের মধ্যে গ্রেফতার করা না হলে পরবর্তিতে নতুন কর্মসূচি ঘোষনা করা হবে।
বরিশাল নগরীর সদর রোডে সমিতির কার্যালয়ের জমি দাবি করে রবিবার ভোর রাতে পাশের হোটেলের মালিক লোকজন নিয়ে ভবন ভাংচুর করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আসামি গ্রেফতারের আশ্বাসে ওষুধ মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএ