বিশ্ব উরশ শরীফ (বিশ্ব ইসলামি সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮, ৯, ১০, ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন হয়েছে।
সম্প্রতি রাজধানীর মহাখালী আই.ডি হাসপাতালের অডিটোরিয়ামের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় পরিষদ ও মহানগরের নেতারা। ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার।
জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার বলেন, আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেহই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চরমপন্থার কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কলেমার ইসলামে আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ