সিলেটে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে উত্তেজিত জনতা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে রিকাবিবাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে শরীফ আহমদ নামের ওই ছিনতাইকারী।
আটক শরীফ আহমদ নগরীর আখালিয়া এলাকার মখদ্দছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে শরিফ মোটরসাইকেলযোগে এসে এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে সুবিদবাজার বনকলাপাড়ায় গিয়ে তাকে ধরতে সক্ষম হন। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ছোরা ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার এসআই প্রণজিত মন্ডল জানান, গণপিটুনিতে ছিনতাইকারী আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ