সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ছাত্রদলের কাউন্সিল। আজ মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার দুটি কলেজে কাউন্সিল দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১১টায় জকিগঞ্জ সরকারি কলেজ ও বেলা ২টায় ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন দুই কলেজের ছাত্রদলের কর্মীরা।
দুটি কলেজে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী। কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু বলেন, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালনের দিন শেষ। ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা যাবে না। যার যার পছন্দমতো রাজনীতি করবে।
কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছাত্রদল জকিগঞ্জ-কানাইঘাটের সাংগঠনিক টিমের সদস্য জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস সাকের ও জুনেদ আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, শাহ আলম, মমিনুর রহমান ও সদস্য শুয়েব আহমদ শিমন।
কাউন্সিলে গোপন ভোটে জকিগঞ্জ সরকারি কলেজে সভাপতি পদে দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় ফলাফল কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে পরে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন সৃজন পাল। ইছামতি ডিগ্রী কলেজে সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা আহমদ বিজয়ী হন।
বিডি প্রতিদিন/জামশেদ