সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে ঢাকার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শামসুল আলম ঢাকা মিরপুর-১২ এর আবদুল বারেকের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী। ব্যাবসায়িক কাজে তিনি ঢাকা থেকে সিলেট এসেছিলেন।
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি তিনি লালবাজারের ওই হোটেলে ওঠেন। বৃহস্পতিবার রুমে তার সাড়াশব্দ না পেয়ে সকাল ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, শামসুল আলমের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের
সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা