ছাত্রলীগের দাপট আর পেশিশক্তির কাছে গত ১৫ বছর সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোণঠাসা ছিল অন্যান্য ছাত্র সংগঠন। প্রকাশ্যে ক্যাম্পাসে দলীয় কোন কার্যক্রম চালাতে পারেনি তারা। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে শিকার হয়েছে হামলা-মামলার। ৫ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের দলীয় কার্যক্রম শুরু করেছে। পিছিয়ে নেই ছাত্রদলও। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে দল গোছানোর উদ্যোগ হিসেবে উপজেলাভিত্তিক কমিটি গঠন করেছে ছাত্রদল।
সিলেটে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে ৬টি সাংগঠনিক টিম গঠন করে দেওয়া হয়েছে। শনিবার থেকে টিমগুলো কাজ শুরু করেছে। টিমের সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে নতুন সদস্য ফরম বিতরণ এবং প্রত্যেক ক্যাম্পাসে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাই করবেন। পরে সেটি প্রতিবেদন আকারে কেন্দ্রে জমা দেবেন। এরপর সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষণা করা হবে ছাত্রদলের নতুন কমিটি।
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানান, আজ (শনিবার) সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। সদস্যদের অ্যাক্টিভিটি দেখে নেতৃত্ব বাছাই করে কেন্দ্রে জমা দেওয়া হবে। পরে প্রত্যেক ক্যাম্পাস কমিটি ঘোষণা হবে। তাদের কাজ মনিটরিং করছে কেন্দ্রীয় ছাত্রদলের একটি টিম।
বিডি প্রতিদিন/আরাফাত