সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহলদল ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই ও তামাবিল বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, কসমেটিক্স, চকলেট, জাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, সুপারি, ফুচকা, বিড়ি ও মদ জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় ৯১ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ