সিলেট নগরীর আল-হামরা শপিং সিটির নুরানী জুয়েলার্স থেকে চুরি হওয়া ২৫০ ভরি স্বর্ণ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরির ঘটনার ২০ দিন অতিবাহিত হলেও অধরা রয়ে গেছে চোরচক্রের সদস্যরা। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশ করে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার ও চোরচক্রের সদস্যদের গ্রেফতারে একসপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দোকানপাট বন্ধ রেখে তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার উদ্যোগে শহিদমিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতারা একাত্মতা পোষণ করে অংশ নেন।
বাজুস সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সওদাগরের সভাপতিত্বে ও সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চুরির ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক কিংবা লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করতে পারেনি। পুলিশ কমিশনার ব্যবসায়ীদের আশ্বস্ত করলেও কোন প্রতিকার মেলেনি। ব্যবসায়ীদের দেওয়া ট্যাক্স ও ভ্যাটের টাকায় প্রশাসনের কর্মকর্তারা গাড়ি হাঁকিয়ে বেড়ান। অথচ ব্যবসায়ীদের নিরাপত্তা ও জানমাল রক্ষায় তাঁরা কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির নুরানী জুয়েলার্সের তালা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরচক্র।
বিডি প্রতিদিন/জামশেদ