সিলেটে ছিনতাইকালে হাতেনাতে চার ছিনতাইকারীকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলা ও মিরাবাজার থেকে দুইজন করে চার ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করে পুলিশ।
মিরাবাজার থেকে আটককৃতরা হলেন-মহানগরীর বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ ও টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। আর পাঠানটুলা থেকে আটককৃতরা হলেন-নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডের কলবাখানি এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার ও মোগলাবাজার থানার হাসামপুর পশ্চিমপাড়ার ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর পাঠানটুলায় ছিনতাইকালে স্থানীয় জনতার সহযোগিতায় ছিনতাইকারী আজহার ও হামিদুর রহমানকে আটক করা হয়। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। একইদিন সন্ধ্যা সোয়া ৫টার দিকে মিরাবাজার দাদাপীরের মাজারের কাছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছিনতাইকারী বিল্লাল আহমদ ও আক্তার আহমদকে আটক করা হয়। তাদের কাছ থেকেও ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি চক্র সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ছিনতাই করে। তারা নানা কৌশলে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। সোমবার পৃথক অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই