সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণের দাবিতে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন তৌহিদী জনতা।
বৃহস্পতিবার বাদ জোহর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তৌহিদী জনতা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেটের মাটিতে কোন ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তির মূর্তি স্থাপন নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেয়া যায় না। আগামী ৩ দিনের মধ্যে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ করতে হবে। ম্যুরাল অপসারণ না হওয়া পর্যন্ত সিলেটের ধর্মপ্রাণ জনতা নিরবে বসে থাকবে না।
সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন