ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষোভ-সমাবেশ করেছেন চার ছাত্রসংগঠনসহ সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ ঘটনা ঘটে।
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ইসরায়েল বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ শিশুসহ চারশোর অধিক ফিলিস্তিন হত্যা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যালেস্টাইনে টুরিস্ট স্পট গড়ে তুলতে চায় কিন্তু সে দেশের জনগণকে চায় না। এই পুঁজিবাদের কাছে জিম্মি পুরো বিশ্ব। এই সম্রাজ্যবাদ ও পুঁজিবাদী আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ফিলিস্তিন জনগণের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার আছে। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে হবে। গণহত্যার অপরাধে সন্ত্রাসী নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।
বিক্ষোভে ছাত্র ইউনিয়ন (মার্কবাদী), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
এর আগে, ১৮ মার্চ রাতে ফিলিস্তিনের গাজাসহ কয়েকটি প্রদেশে বিমান হামলা চালিয়ে নারী-শিশুসহ ৪ শতাধিক বেসামরিক মানুষ হত্যা করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত