রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা। এতে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, খেলায় হেরে পরিকল্পিতভাবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এ হামলা করেছে।
গণিত বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এটি পরিকল্পিত হামলা। যেখানে আমাদের বিভাগের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। অপরদিকে ম্যানেজম্যান্ট বিভাগের কোনো শিক্ষার্থীই আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা প্রহসনমূলক কোনো তদন্ত কমিটি চাই না। তিন কার্যদিবসের মধ্যে ন্যক্কারজনক এ হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি বিকেলে গণিত ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের মধ্যে স্লেজিং-কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় বিভাগের শিক্ষকসহ ২৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক। তবে সংঘর্ষের ঘটনায় হামলার দায় গণিত বিভাগের শিক্ষার্থীদের উপর দিয়েছেন ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সাময়িক স্থগিত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই