নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার রাত ১০টায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এসে শেষ হয়।
এ সময় বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, স্বৈরাচারী সংগঠন ছাত্রলীগের ঠিকানা এই দেশে হবে না।ছাত্রলীগ কোনো সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করলে তা কঠোরভাবে প্রতিহত করবে ছাত্রসমাজ।
আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের মানুষ এদের শক্ত হাতে দমন করবে। তারা খুন গুমের মত জঘন্য কাজ করেছে, বাংলার মানুষের রক্ত ঝঁরিয়েছে। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, কোনো ফ্যাসিস্ট সরকার এই বাংলার জমিনে তৈরি হতে দেওয়া হবে না। এই আওয়ামী লীগকে ছাত্র-জনতা পতন ঘটিয়েছে। যাদের হাতে রক্ত ঝরেছে তারা আগামীর কোনো নির্বাচনের কথা ভাবতেই পারেনা। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলার জমিনে জায়গা নিতে চাইলে ছাত্র-জনতা আবারও জেগে উঠবে। আবু সাইদসহ যারা রক্ত দিয়েছে,আহত ও নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই করতে হবে।
লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ হোসেনের সঞ্চালনায় মিছিলে সিফাত, মাইনুল, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম রানা প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম