শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা। এসময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান তারা।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগটনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, ‘সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করে। আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ করা না হয় আমরা আবার রাজপথে নেমে আসবো।’
প্রসঙ্গত, ইবতেদায়ী মাদ্রাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত