শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ থেকে ছেলেদের ২৪টি ও মেয়েদের ১১টি দল অংশ নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, আমরা সবাই খেলোয়াড় হিসেবে টিমে এসেছি, খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করব। খেলা হবে প্রতিযোগিতামূলক। আমরা কেউ দূষিত সংস্কৃতিকে লালন করব না। তোমাদের সবার মনোভাব সুন্দর আছে, আর সুন্দর থাকবে। আমরা পরস্পরকে পরস্পরের সহযোগিতার মধ্যে রাখি। এ ছাড়াও শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে খেলার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই