হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধীনে ২০২৫ সালের জন্য প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ পুরস্কার লাভ করেছেন। রসায়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীদের জন্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি উচ্চ মর্যাদার পুরস্কার। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-চীন সরকারের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম প্রধান গবেষণা সংস্থা। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে।
বিডি প্রতিদিন/হিমেল