আমার এক ছোট ভাই বললো, একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। আমি বললাম, এটা তো পুরনো কথা। হঠাৎ করে পুরনো কথা সামনে আনার কারণ? ছোটভাই বললো, কারণ তো ভাই আছে। বিনা কারণে কি আর এই কথা সামনে এনেছি। কারণটা হচ্ছে বাণিজ্যমেলা। আমি বললাম, তোর কি মনে হয় বাণিজ্যমেলা কোনো চালাকি করার জায়গা? তাহলে কেন বললি একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল? ছোট ভাই বললো, ভাই আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারলেন না। আমি বাণিজ্যমেলার মাঠে গিয়ে চালাকি করার কথা বলিনি। আমি বলেছি বাণিজ্যমেলাকে কেন্দ্র করে চালাকি করার কথা। যে চালাকিটা হবে ঘরে। বউয়ের সঙ্গে। আমি বললাম, কী রকম? ছোটভাই বললো, সব কথা তো আর প্রকাশ্য দিবালোকে বলা যাবে না! একটা কথা শুধু বলি। মানে একটা উদাহরণ দিই। আমি যদি বলি আমাকে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াও, সে অসুস্থতার ভান করে। যদিও আমি বুঝতে পারি সে সুস্থই আছে, তবু কিছু বলতে পারি না। এই জন্য আমি একটু চালাকি করি। যেমন গতকাল বললাম বাণিজ্যমেলায় দারুণ সব অফার চলছে। পাঁচ হাজার টাকার শাড়ি পাওয়া যাচ্ছে পাঁচ শ টাকায়। সে তখন জ্বরের ভান করে শুয়ে ছিল। তো যেই আমি অফারটার কথা বললাম, সে লাফ দিয়ে নেমে পড়লো খাট থেকে। আমি বললাম, ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। আগে রান্না করো। তারপর দেখা যাবে। ব্যস, সে রান্না করলো, খানাপিনা করলাম। এই জন্যই কবি বলেছেন, একটু চালাক না হলে দুনিয়ায়... আমি এবার ধমক মারলাম ছোট ভাইকে। বললাম, এটা কোনো কবি বলেনি। বলেছে তোর মতো অতিচালকরা। মনে রাখিস, অতি চালাকের কিন্তু গলায় দড়ি। ছোটভাই বললো, অতি চালাকের গলায় শুধু দড়ি থাকে না, টাইও থাকে। আমি বললাম, কীভাবে? ছোটভাই বললো, বাণিজমেলায় গিয়েছিলাম। এক স্টলের বিক্রেতা অফার দিচ্ছিল একটা কিনলে একটা ফ্রি। আমি ভাবলাম একটা কিনলে যদি একটা ফ্রি পাওয়া যায়, তাহলে তো দারুণ। পরে যাচাই করে জানলাম, নুডুলসের সঙ্গে সস ফ্রি! বোঝেন তাহলে? এই চালাকিটা যখন সে করে, তখন তার গলায় টাই ছিল। তাই আমার মনে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, অতিচালাকের গলায় শুধু দড়ি থাকে না, টাইও থাকে। আমি বললাম, এই যে বাণিজ্যমেলায় এত এত অফার থাকে, সব অফার গ্রহণ করা কি ঠিক? আমি তো মনে করি সব অফার গ্রহণ করা ঠিক না। ছোটভাই বললো, কেন ঠিক না? আমি বললাম, অফার গ্রহণ করতেও চোখ কান খোলা থাকা লাগে। অথচ অফারের কথা শুনলে লোভে আমাদের চোখ অন্ধ হয়ে যায়। তখন ঠকি। ছোটভাই বললো, কী রকম? আমি বললাম, এক দোকানদার অফার দিচ্ছিল অল্প দামে বিদেশি কোম্পানির জিনিস নেন। ব্যস, ‘বিদেশি’ কোম্পানির জিনিসের কথা শুনে সবাই হুমড়ি খেয়ে পড়লো। পরে দেখা গেল কোম্পানিটা ধোলাইখালের। নাম ‘বিদেশি’।
শিরোনাম
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
অদ্ভুত অফার
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর