জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিত্যনতুন সাইবার অপরাধ করছে হ্যাকাররা। প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে একটি ভুয়া লিংক পাঠাচ্ছে। সেই লিংকে ক্লিক করলে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম। তাদের তথ্য অনুযায়ী, ‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি ম্যালওয়্যার ইতিমধ্যে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে- ভুয়া লিংকে ক্লিক করলে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ব্যবহারকারীর অজান্তেই ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করে। ইনস্টল হওয়ার পরপরই এই ম্যালওয়্যার নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট সেবা নিষ্ক্রিয় করে দেয়, যাতে ব্যবহারকারী সহজে বিষয়টি বুঝতে না পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ :
- অপরিচিত লিংক থেকে কোনো অ্যাপ ডাউনলোড বা এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।
- সব সময় গুগল প্লে প্রোটেক্ট সক্রিয় রাখতে হবে।
- মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত রাখতে হবে।
- ফোনে থাকা অ্যাপগুলোর মধ্যে কোনটি খুদে বার্তা, কল লগ বা গ্যালারির তথ্য ব্যবহার করছে তা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে।
- বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতাই ব্যবহারকারীদের বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।
বিডি-প্রতিদিন/শআ