রেফারির শেষ বাঁশি বাজার বাকি ছিল মাত্র সাত মিনিট। কোনো রকমে সময়টা কাটিয়ে দিতে পারলেই সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে পারত ম্যানচেস্টার সিটি। তবে প্রতিপক্ষ নটিংহাম ফরেস্টের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট তো পেত তারা। কিন্তু সিটিকে সেই সুযোগ দিলেন না ক্যালাম-হাডসন-ওডোয়।
ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে নিজ সমর্থকদের উল্লাসে ভাসালেন কালাম। ম্যাচের ৮৩ মিনিটে গোল আদায় করে নেন হাডসন-ওডোই। মরগান গিবস-হোয়াইটের দেয়া বল পেয়ে এডেরসনকে পরাস্ত করেন হাডসন। পরে লিড ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিক দল।
এতে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কঠিন সময়টা আরো বেড়ে যায়। সর্বশেষ কয়েক মৌসুম ধরে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেওয়া দলটা এতটা কঠিন সময় পার করছে যে আজ গোল শোধ তো দূরের কথা পোস্টে মাত্র ৩ শট নেওয়ার সুযোগ পেয়েছে।
নটিংহামের মাঠে বল পজিশনে শতকরা ৬৯ ভাগ এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাগতে পারেনি ম্যানসিটির আক্রমণভাগের খেলোয়াড়। যার খেসারত ম্যাচের একদম শেষ মুহূর্তে দিতে হয়েছে সিটিকে। সব মিলিয়ে আজকের হারটি তাদের নবম। এ হারে প্রতিপক্ষদের কাছে আরেক জায়গায়ও পিছিয়ে পড়েছে পেপ গার্দিওলার দল।
নটিংহামকে হারিয়ে শীর্ষ তিনে স্থান পাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। উল্টো তাদের কাছেই হেরে আগের মতো চারেই থাকতে হলো। সমান ২৮ ম্যাচে সিটির ৪৭ পয়েন্টের বিপরীতে তিনে থাকা নটিংহামের পয়েন্ট ৫১। ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আজ সাউদাম্পটনের বিপক্ষে জিতলে পয়েন্ট আরো বেড়ে যাবে।
অন্যদিকে ৫৪ পয়েন্টে দুইয়ে আছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/নাজিম