আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিউজিল্যান্ড। দুই দলই শেষ করেছে অনুশীলন। মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে সব ক্রিকেটারই। তবে এরমধ্যে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, দুবাইয়ে শেষ অনুশীলন সেশনে বলের আঘাত পেয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। অনুশীলনে একটি বল সজোরে তার হাঁটুতে আঘাত করে। এরপরই মাঠে পড়ে যান ৩৬ বছর বয়েসী এই ব্যাটার।
শনিবার (৮ মার্চ) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিসের সময় হাঁটুতে বল লাগে কোহলির। সঙ্গে সঙ্গে মাঠে দলের ফিজিও ছুটে আসেন। কোহলির হাঁটুতে তড়িঘড়ি স্প্রে করা হয়। এরপরেই হাঁটুতে কিছুক্ষণ ব্যান্ডেজ বেঁধে রাখা হয় বলেও খবর এসেছে।
বেশ কিছু গণমাধ্যম জানায়, আঘাতের পর কোহলির চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। যদিও দলের বাকিদের মনোবল ঠিক রাখতে মাঠ ছাড়েননি বিরাট কোহলি। এসময় দলের ফিজিও টিম তার সঙ্গেই ছিল।
যদিও সবশেষ খবর বলছে, কোহলির চোট খুব বড় কিছু নয়। টিম ম্যানেজমেন্টের বার্তা অনুযায়ী, ফাইনাল শুরুর আগেই ব্যাথা কমে যেতে পারে তার। বাড়তি সতর্কতা হিসেবে এদিন আর অনুশীলন করেননি কোহলি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ