চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় তাদের ম্যাচের জন্য এই নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্ত–ই অন্য দলগুলোর চেয়ে বিশেষ সুবিধা করে দিয়েছে ভারতকে। যা নিয়ে একাধিক দেশ আপত্তি জানিয়েছে।
অন্য সব দলকেই যেখানে ভেন্যু থেকে ভেন্যু, এমনকি শহর থেকে শহরে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ভারতের এমন সুবিধা পাওয়া নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে অনেকেই। ধারাভাষ্য কক্ষে মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইন, মাইকেল আথারটনসহ অন্যান্য অভারতীয় ধারাভাষ্যকারদেরও। যদিও এসব বিতর্কের মাঝে নিজেকে টানতে চান না কেন উলিয়ামসন।
ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের এই ওপেনার। বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি। মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য, তাই মাঠের বাইরের ঘটনায় পাত্তা দিচ্ছেন না।
উইলিয়ামসন বলেন, ‘যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেওয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।’
গ্রুপের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষেই দুবাইতে খেলেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪৪ রানে হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব।
ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ