চলতি বছরের জানুয়ারিতে পাওলো ফনসেকাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে অলিম্পিক লিওঁ। ফরাসি ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি ফনসেকার। কিন্তু দুই মাস যেতে না যেতেই লিওঁকে নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে। ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগামী নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন কোচ ফনসেকা!
তাকে ৯ মাস নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগ। মূলত লিওঁ’র বিপক্ষে পেনাল্টি দেওয়ায় তিনি রেফারির সঙ্গে তর্ক শুরু করেন, এরই একপর্যায়ে ফন্সেকা মাথা দিয়ে ঢুস মেরে বসেন রেফারিকে। যার প্রতিদান হিসেবে পেলেন লম্বা সময়ের নিষেধাজ্ঞা।
যে পেনাল্টির জন্য এত কিছু সেই সিদ্ধান্ত অবশ্য ভিএআরের সুবাদে বদলে যায়। তবে রেফারি বেনোয়া মিয়ে’র সঙ্গে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে তখনই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফন্সেকে। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে লিওঁ ২-১ গোলে হারায় ব্রেস্তকে।
এক বিবৃতিতে ফ্রেঞ্চ ফুটবল লিগ জানিয়েছে, পর্তুগালের এই কোচ ম্যাচ অফিসিয়াল বা রেফারিদের বেঞ্চ, ড্রেসিংরুমে অবস্থান কিংবা অফিসিয়াল কোনো অনুষ্ঠানের আগে ওই সময় কিংবা ম্যাচের পরেও ৩০ নভেম্বর পর্যন্ত বাইরে থাকবেন। একইভাবে তিনি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ড্রেসিংরুম, মাঠ, টানেল কিংবা কোরিডরেও যাওয়ার অনুমতি পাচ্ছেন না।
৫২ বছর বয়সী কোচ ফন্সেকার শাস্তির এই মাত্রাকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে তার ক্লাব লিওঁ। তার অধীনে এখন পর্যন্ত অলিম্পিক লিওঁ পাঁচ ম্যাচ খেলে জিতেছে তিনটিতে, হেরেছে দুই ম্যাচ। ফলে দলটি ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগ ওয়ানের ৬ নম্বরে অবস্থান করছে। ইউরোপো লিগের ম্যাচেই আজ (বৃহস্পতিবার) রাতে তাদের ম্যাচ রয়েছে রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টের বিপক্ষে। এই ম্যাচ ছাড়াও আগামী ৯ মাস এই কোচকে ছাড়া ক্লাবটি কীভাবে চলবে নাকি তার সঙ্গে করা ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়।
বিডি প্রতিদিন/নাজিম